default-image

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র হিসেবে কাজ করা হোয়াইট হাউসের প্রেসসচিব কেইলি ম্যাকেনানি হোয়াইট হাউস ছেড়েছেন বলে জানা গেছে।

১৫ জানুয়ারি রাতে কেইলি ম্যাকেনানি হোয়াইট হাউস থেকে তাঁর জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন। ফক্স নিউজসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৫ জানুয়ারি হোয়াইট হাউসে কেইলি ম্যাকেনানির শেষ দিন ছিল। যদিও নথিতে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিন ২০ জানুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ক্যাপিটল হিলে তাণ্ডব হওয়ার পর হোয়াইট হাউসের অনেক কর্মকর্তাই নীরবে কর্মস্থল ত্যাগ করেছেন। সর্বশেষ ১৫ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে গেলেন কেইলি ম্যাকেনানি।

বিজ্ঞাপন
default-image

নানা কারণে ডোনাল্ড ট্রাম্পের শেষ প্রেসসচিব কেইলি ম্যাকেনানি আলোচিত হয়ে উঠেছিলেন। একের পর এক প্রেসসচিবের বিদায়ের পর হোয়াইট হাউসে সর্বশেষ আগমন ঘটে ৩২ বছর বয়সী কেইলি ম্যাকেনানির।

হোয়াইট হাউসে করা প্রথম প্রেস কনফারেন্সে কেইলি ম্যাকেনানি বলেছিলেন, তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কোনো মিথ্যা বলবেন না।

ট্রাম্পের সময় প্রথম প্রেসসচিব ছিলেন শন স্পাইসার। মাত্র সাত মাসের মাথায় হোয়াইট হাউস থেকে তাঁর প্রস্থান ঘটে। এরপর প্রেসসচিব হিসেবে যোগ দেন সারাহ হাকাবি। সারা হাকাবি প্রায় দুই বছর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৯ সালের জুনে তিনি হোয়াইট হাউস ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্র থেকে আরও পড়ুন
মন্তব্য করুন