default-image

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি পানশালায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। স্থানীয় সময় শনিবার রাত পৌনে তিনটার দিকে সাউথ ক্যারোলাইনার ল্যাংকাস্টার শহরের কাছে এ ঘটনা ঘটেছে।

ল্যাংকাস্টার কাউন্টি শেরিফের দপ্তরের বরাত দিয়ে সিএনএন জানায়, ল্যাংকাস্টারের ওল্ড স্কুল স্পোর্টস বার অ্যান্ড গ্রিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

কাউন্টি শেরিফ ব্যারি ফেইল বলেন, ‘আমাদের ধারণা দুজনের দ্বন্দ্বের জেরে গোলাগুলির শুরু। পরে ঘটনাটি সহিংসতায় রূপ নেয়। ফলে অন্যরা গুলিবিদ্ধ হন। জানা গেছে, দুই ব্যক্তির মধ্যে কয়েক মাস ধরে চলা বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।’

বিজ্ঞাপন
মন্তব্য করুন