default-image

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে যখন সারা বিশ্ব মেতে আছে, তখন সেখানে করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গতকাল শনিবার এক দিনে যুক্তরাষ্ট্রে ১ লাখ ২৬ হাজার ৭৪২ নতুন সংক্রমণ ধরা পড়েছে। করোনা মহামারি শুরুর পর এটিই দেশটিতে এক দিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শনিবার টানা চতুর্থ দিনের মতো এক দিনে করোনা সংক্রমণের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আর শনিবারসহ টানা তিন দিন দৈনিক এই সংক্রমণ সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজারের বেশি। শনিবার এ সংখ্যা ১ লাখ ২৬ হাজার ছাড়িয়ে যায়। আর মৃত্যু হয় ১ হাজার ৪০ জনের। এতে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৩৭ হাজার ১১৩-তে দাঁড়াল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৮৬ লাখ ৫৫৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0