default-image

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ৯ নভেম্বর করোনাভাইরাস শনাক্তকারী অ্যাপ সেবা চালু হয়েছে। ‘এমআই কোভিড অ্যালার্ট’ নামের এই অ্যাপ করোনায় সংক্রমিত ব্যক্তির কাছে এলেই তা ব্যবহারকারীকে জানিয়ে দেবে।

এমআই কোভিড অ্যালার্ট অ্যাপটি বিনা মূল্যে গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। এ পর্যন্ত ৪৬ হাজার মানুষ স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করেছেন।

মিশিগান রাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক রবার্ট গর্ডন সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমি সবাইকে ফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে উৎসাহিত করছি। এটা খুবই সহজ ও বিনা মূল্যের সেবা, যা আপনাকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখতে সাহায্য করবে। অ্যাপটি আপনাকে, আপনার পরিবার ও বন্ধুবান্ধবসহ সবাইকে নিরাপদ রাখবে। কোনো জনবহুল এলাকায় গেলে অন্যান্য লোকজন থেকে আপনি অনেকটা নিরাপদ থাকবেন।’

বিজ্ঞাপন
করোনায় সংক্রমিত কেউ যদি অন্তত ১৫ মিনিট ওই অ্যাপের ৬ ফুট দূরত্বে থাকেন, তাহলে এমআই কোভিড অ্যালার্ট অ্যাপ ব্যবহারকারীকে তা জানিয়ে দেবে

জানা গেছে, এমআই কোভিড অ্যালার্ট অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করা থাকতে হবে। করোনায় সংক্রমিত কেউ যদি অন্তত ১৫ মিনিট ওই স্মার্টফোনের ছয় ফুট দূরত্বের মধ্যে থাকে, তাহলে তা ব্যবহারকারীকে অবহিত করবে। কতজন লোক এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং স্বেচ্ছায় কতজন তাঁদের করোনা পজিটিভ আছে তা শেয়ার করবেন, তার ওপর এই অ্যাপটির সফলতা নির্ভর করবে।

মিশিগান স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগের কর্মকর্তা ক্রিস্টেন সিমনস বলেন, যাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে, তাঁদের স্থানীয় স্বাস্থ্য বিভাগ বা মিশিগান স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগ থেকে একটি পিন নম্বর দেওয়া হয়। এই পিন নম্বরটি তাঁদের ফোনের এমআই কোভিড অ্যালার্ট অ্যাপে বেনামে শেয়ার করতে হবে। এতে কে করোনায় সংক্রমিত তা কিন্তু কেউই জানতে পারবেন না। এটি ব্লু টুথ প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে।

সিমনস আরও বলেন, ‘আমরা ব্যবহারকারীর তথ্য ট্র্যাক করি না, অ্যাপটি কে বা কারা ব্যবহার করছেন তাও আমরা জানি না। এটা খুবই সহজ ও বিনা মূল্যের একটি সেবা।’

মন্তব্য পড়ুন 0