default-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে নিজের জয় দাবি করেছেন। এখনো ৩ নভেম্বর অনুষ্ঠিত ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলেও বুধবার তিনি নিজেকে জয়ী ঘোষণা করেন। ট্রাম্প হোয়াইট হাউসের ইস্ট রুমে এক বক্তৃতায় বলেছেন, ভোট গণনা নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

ট্রাম্প বলেন, ‘আমরা নির্বাচনে জিতেছি।’ ভোট গণনা নিয়ে অভিযোগ করে তিনি বলেন, মার্কিন নাগরিকদের সঙ্গে এটা প্রতারণা।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির। এখনো পোস্টাল সিস্টেমে আসা ভোট গ্রহণ করা হচ্ছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘আমরা সব ভোট বন্ধ চাই।’

মঙ্গলবারের পরও যেসব ভোট পোস্টের মাধ্যমে আসবে সেগুলো গ্রহণ করা বৈধ বলে জানিয়েছে রাজ্য নির্বাচন বোর্ড। এগুলো যথাসময়ে পাঠানো হয়েছিল। কিন্তু ট্রাম্প এসব ভোট নিয়ে তাঁর আপত্তি জানিয়েছেন।

মন্তব্য পড়ুন 0