default-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। আগামী ২০ জানুয়ারি তাঁরা শপথ নেবেন। এ উপলক্ষে আনন্দ উৎসব করেছেন ওয়াশিংটন ডিসির প্রবাসী বাংলাদেশি ডেমোক্রেটিক পার্টির সদস্যরা।

৮ নভেম্বর রাতে ওয়াশিংটন ডিসিতে জো বাইডেনের বিজয়ের আনন্দে এই উৎসবের আয়োজন করা হয়। এতে যারা অংশ নিয়েছিলেন তাঁরা হলেন—ব্যবসায়ী আসলাম মোল্লা, মোহাম্মদ মোস্তফা, নেসার আহমেদ, করিম সালাউদ্দিন, আবু রুমি, মো. আলি, মো. রহমান, রোকশানা পারভিন, ইয়াসমিন, শামসুন চৌধুরী, মোহসিনা জান্নাত, খাদিজা বেগম ও তাওহিদা সালাউদ্দিন।

জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে তাঁরা বলেন, ট্রাম্প সরকার বর্ণবাদী আচরণ ও অভিবাসীদের হয়রানিসহ নানা সমস্যার সৃষ্টি করেছেন। আমরা প্রত্যাশা করব, জো বাইডেন দাবি পূরণে মানুষের পাশে থাকবেন। অভিবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সাদা-কালোর বৈষম্য দূর করবেন।

প্রবাসীদের প্রত্যাশা, মূলধারার রাজনীতিতে অংশ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূতরা কমলা হ্যারিসের মতো এগিয়ে যাবে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0