default-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে আজ। এর কয়েক ঘণ্টা আগে নিজের বিদায় নিয়ে ‘প্যারোডি’ গান গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এ রকম একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন সাবেক মার্কিন এনবিএ শার্পশুটার ও বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। অবশ্য নানা সময়ে ট্রাম্পের দেওয়া বক্তব্য নিয়ে ছয় মাস আগে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওচিত্রে দেখা গেছে, ট্রাম্প গাইছেন ‘বিদায় সবাইকে, আমাকে এবার যেতে হবে, সত্যের মুখোমুখি হতে হবে’।

নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কুইনের ‘বোহেমিয়ান র‌্যাপসডি’–এর আদলে বিদায় নিয়ে ট্রাম্পের কণ্ঠে ‘প্যারোডি’ গানের ওই ভিডিওটি পোস্ট করেছেন রেক্স চ্যাপম্যান। তিনি ওই ভিডিওর ক্যাপশন দিয়েছেন ‘গুডবাই ট্রাম্প’।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ভিডিওচিত্রের ওই প্যারোডি গানটি ট্রাম্পের কণ্ঠে শোনা গেলেও সত্যিকার অর্থে তা ট্রাম্পের নয়। নানা সময়ে ট্রাম্পের দেওয়া বক্তব্য থেকে তাঁর উচ্চারিত শব্দ কেটে নিয়ে এই ভিডিওটি ছয় মাস আগে তৈরি করেছেন কেওস জাকারিয়া ওরফে মায়েস্ত্রো জিকোস। সেই ভিডিওটি নির্বাচনের কয়েক ঘণ্টা আগে মজা করে পোস্ট করেছেন রেক্স চ্যাপম্যান।

দুই মিনিটের ভিডিওচিত্রে দেখা গেছে, ট্রাম্প প্যারোডি সংগীত গাইছেন। আর পাশে পিয়ানো বাজাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রতিবেদনে বলা হয়, রক ব্যান্ড কুইনের গানটি গেয়েছেন শিল্পী ফ্রেডি মার্কারি। মূল গানের কথা হলো—‘আই অ্যাম জাস্ট অ্যা পুওর বয়, নো বডি লাভস মি।’ একই সুরে ট্রাম্পের উচ্চারণ করা শব্দ নিয়ে এই গানের এই ভিডিওচিত্রটি তৈরি করেছেন মায়েস্ত্রো জিকোস। ভিডিওচিত্রের শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে কোরাস করতে দেখা গেছে।

মন্তব্য পড়ুন 0