default-image

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারের জন্য আবার ১৭ অক্টোবর মিশিগান যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি মিশিগান যাচ্ছেন।

জানা গেছে, ১৭ অক্টোবর বিকেল পাঁচটায় রাজ্যের মাসকিগান কাউন্টি বিমানবন্দরের কাছে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প। এরপর অন সাপোর্টিং ল এনফোর্সমেন্টের সঙ্গে কথা বলবেন। দুপুর দুইটায় সমর্থকদের জন্য সমাবেশ স্থলের ফটক খুলে দেওয়া হবে।

এর আগে ট্রাম্প গত ১০ সেপ্টেম্বর মিশিগানে নির্বাচনী সফরে গিয়ে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। ট্রাম্প পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডাসহ গুরুত্বপূর্ণ রাজ্যে সমাবেশের পরিকল্পনা করেছেন। ১৭ অক্টোবর মিশিগান সফর শেষে উইসকনসিনের জোন্সভিলেতে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন
মিশিগান ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি। টানা ২৮ বছর মিশিগানে ডেমোক্রেটিক পার্টি জয়ের ধারা অব্যাহত ছিল। তবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প খুব অল্প ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন

এদিকে ১৩ অক্টোবর ট্রাম্পের ছেলে এরিক মিশিগানের ওকল্যান্ড কাউন্টিতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন। মিশিগানের ওকল্যান্ড কাউন্টির নোভি সিটির সমাবেশে এরিক ট্রাম্প বলেন, ‘আমরা এ রাজ্যে জয়ী হতে যাচ্ছি। মিশিগানকে জয় করব, এ ব্যাপারে কোনো ভুল নেই।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি রাজ্যের মধ্যে যে ছয়টি রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিশিগান তার অন্যতম। মিশিগানে ইতিমধ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, কমলা হ্যারিস, ট্রাম্প জুনিয়র ও বার্নি স্যান্ডার্স।

মিশিগান ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি। টানা ২৮ বছর মিশিগানে ডেমোক্রেটিক পার্টি জয়ের ধারা অব্যাহত ছিল। তবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প খুব অল্প ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন।

মন্তব্য পড়ুন 0