default-image

আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের সিটি অব আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস সপরিবারে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ৬ জুলাই সিএনএন'কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

পরে মেয়র এক টুইট বার্তায় বলেন, 'কোভিড-১৯ এখন আমার ঘরে পৌঁছে গেছে। আমার কোনো লক্ষণই ছিল না, তবু পরীক্ষায় ফল করোনা পজিটিভ এসেছে।' তিনি বলেন, তাঁর স্বামীরও কোনো লক্ষণ ছিল না। তারপরও তিনি ২ জুলাই পরীক্ষা করান। তাঁর ফলাফলেও করোনা পজিটিভ এসেছে। এ ছাড়া তাঁদের চার সন্তানের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। অন্য তিনজন সুস্থ আছেন। চার সন্তানেরই হাঁপানির সমস্যা রয়েছে। তাই রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলেছে, তাঁদেরও সংক্রমণের আশঙ্কা রয়েছে।

কেইশা ল্যান্স বটমস বলেন, আমি একজন মেয়র। আবার আমি একজন মা ও একজন স্ত্রীও। তাই আমার পরিবারসহ আটলান্টাবাসীকে করোনাভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, এ জন্য সবাইকে সহযোগিতার মন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0