নির্ঘুম চোখ অবলোকন করবে না
মায়াময় ভোরের সৌন্দর্য,
স্বপ্নরা উঁকি দেবে না চোখের পাতায়
কান্না অবিশ্রান্ত ধারায় বর্ষিত হবে না যখন তখন।
কর্ণকুহরে প্রবেশ করবে না
কোকিলের ডাক, ...
তুমি একদিকে চাইছ আমায় আরেক দিকে চাইছ না
তোমার আপন বৃত্তে দিচ্ছ না নিলীন ঠাঁই।
দেখাচ্ছ আবার মিথ্যে স্বপ্ন, তোমার তুমি ঘিরে আমি আছি আমি নাই।
যেদিন সময় বদলে যাবে
আকাশ বদলে যাবে অন্য আকাশে।
এখন খুব মৃত্যুসংবাদ শুনি।
বয়সের অবদান। অথবা, আগে মৃত্যুসংবাদ
তেমন স্পর্শ করতে পারত না। এখন বিদ্ধ করে।
চেতনাকে আচ্ছন্ন করে ফেলে।
এখন রাতভর শুয়ে থাকি। চোখ বুজে থাকি।
ঘুম নেই। স্বপ্ন নেই। শরীরটা ...
যে বুঝে হৃদয়ের গান
তার লাগি জমাই অভিমান।
যে শুনে হৃদয়ের ধ্বনি
তার লাগি চিরকাল ফুল তুলে আনি।
যে বুঝে হৃদয়ের ভাষা
তার লাগি ফুরোয় না আশা
জমে প্রেম, জমে ভালোবাসা।
যে যায় চলে
তার জন্যও অপেক্ষা ...
এই তো জীবন যাচ্ছে চলে
চলে যায়, যেতে হয় বলে,
নেই অভিযোগ, অনুযোগ
কীই–বা হবে এতসব করে!
তারপর কী খবর?
কেমন ছিলে এতটা বছর?
কেমন যাচ্ছে সব?
হঠাৎ চেনা সুরে পেছনে ফিরে তাকাল সে
চেনা লাগছে। না। অচেনা ...