default-image

প্রস্তাবিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর আয়োজিত এই সভায় বৃহত্তর সুনামগঞ্জ জেলার নয়টি উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইমানুজ্জামান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে সুনামগঞ্জ জেলায় একটি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে। কিন্তু একটি মহল নিজ স্বার্থ হাসিলের জন্য তা তাঁদের নিজ এলাকায় স্থানান্তরে লবিং চালিয়ে যাচ্ছে। তাই এই ভার্চ্যুয়াল সভায় জেলার বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থের কথা বিবেচনায় রেখে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় যেন জেলা সদরে স্থাপন করা হয়—এই মর্মে সবাই একমত পোষণ করেন।

ভার্চ্যুয়াল সভায় অংশ নেন—শাহগীর বখত ফারুক (ইংল্যান্ড), শাহজাহান আহমদ (ইংল্যান্ড), আবদুস শহীদ (যুক্তরাষ্ট্র), ইমানুজ্জামান (ইংল্যান্ড), তারেক আহমেদ (ইংল্যান্ড), সুজাত মনসুর (ইংল্যান্ড), শেরগুল আহমেদ (সুনামগঞ্জ), সায়েজ বদরুল (ঢাকা), আবদুল আজিজ (ইংল্যান্ড), আজহারুল ইসলাম (ইংল্যান্ড), মাসুম হেলাল (সুনামগঞ্জ), কামরুজ্জামান (ইংল্যান্ড) প্রমুখ।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0