আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও বারবিকিউ পার্টি।
গত ২৫ আগস্ট ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কের খোলা মাঠে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ এ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় বর্ণাঢ্য এ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি আবদুর রহিম, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি বখতিয়ার রহমান, মো. খলিলুর রহমান ও বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কার্যকরী সদস্য কামরুজ্জামান, বিএসিসির জেনারেল সেক্রেটারি নজরুল হক, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী, কণ্ঠশিল্পী শারমিন রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল গাফফার চৌধুরী, সাব্বির গুল, নূরে আলম, মাকসুদা আহমদ, সালমা সুমি, নুর উদ্দিন, সারোয়ার চৌধুরী, মুকিত চৌধুরী, মামুনুর রশিদ, স্বপন তালুকদার, বেলাল হোসেন, সালেহ আহমাদ, সিমি হক, ফারজানা, তানিম, রিপন সরকার, আসাদ উল জামান, পাবেল, মাসুদ, নাদিম, আল-আমিন, মিজানুর রহমান প্রমুখ।
এ ছাড়া কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই পুনর্মিলনীতে যোগ দেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি এ ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. মোজাফফর হোসাইন, সহসভাপতি বুরহান উদ্দিন, মো. খবির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল মনসুর প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনকে এগিয়ে নিতে সহযোগিতা কামনা করেন।