default-image

নিউইয়র্কে ডিস্ট্রিক্ট-২৪ থেকে বিশেষ নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী দিলীপ নাথ একাধিক ডেমোক্র্যাট নেতার সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। সর্বশেষ তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন ইউএস কংগ্রেসম্যান টম সুজি। তাঁর এই সমর্থনকে ইতিবাচক হিসেবে দেখছেন দিলীপ নাথ।

এর আগে দিলীপ নাথকে সমর্থন জানান—নিউইয়র্ক স্টেট সিনেটর রোস্কানি ফ্রিসউড, কমিউনিটি লিডার ও সাবেক সিটি কাউন্সিলম্যান প্রার্থী ডেবিট রিচ, প্রমিনেন্ট কুইন্স সিভিক অ্যান্ড কমিউনিটি অ্যাডভোকেট আশোক রামসারান, অ্যাডভোকেট ফর সিনিয়রস ও সাবেক সিটি কাউন্সিল পদপ্রার্থী ফ্লোরেন্স ফিসার, কুইন্সের অ্যাসেম্বলিম্যান ক্যাথরিন নোলান ও নারী নেত্রী এলিজাবেথ ক্রাউলিসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

বিজ্ঞাপন
নিউইয়র্ক থেকে আরও পড়ুন
মন্তব্য করুন