default-image

চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইন্‌ক-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির সময় বাড়ানো হয়েছে। কোভিড-১৯ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানের পর আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

২১ ফেব্রুয়ারি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শেষ তারিখ ছিল। এখন এর পরিবর্তে এই কার্যক্রমের সময় আগামী ১৪ মার্চ রাত নয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন

চট্টগ্রাম সমিতির নির্বাচন কমিশনার উল্লেখিত সময়ের মধ্যে চট্টগ্রামবাসীকে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন
নিউইয়র্ক থেকে আরও পড়ুন
মন্তব্য করুন