default-image

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, নিউইয়র্কের সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি ও শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে।

কুইন্সের গুলশান টেরেসে আয়োজিত এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীরা মিলিত হন। এ পূজায় আলোক প্রজ্বালন করে সব অন্ধকার দুর করতে দেবীর কাছে প্রার্থনা করা হয়।

করোনা মহামারির কারণে মন্দিরে ভক্তদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায়নি। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়নি।

পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু প্রদীপ চন্দ্র সূত্রধর বলেন, করোনায় নানা বিধিনিষেধের কারণে নিউইয়র্কে এবার পূজার তেমন আড়ম্বর ছিল না। তারপরও ভক্তরা স্বাস্থ্য বিধি মেনে মন্দিরে এসেছেন।

বিজ্ঞাপন

পূজা উদ্‌যাপন কমিটির অন্যতম সংগঠক বাবু শ্যামল কর বলেন, এবার শ্যামা পূজায় মহামারি থেকে পরিত্রাণের উদ্দেশ্যে সারা বিশ্বের মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। মঙ্গল প্রদীপ জালিয়ে অন্ধকার দূর করার জন্য দেবীর কাছে অর্ঘ্য প্রদান করা হয়। মন্দিরে পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।

শ্যামা পূজা সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের কর্মকর্তা বাবু দীপক রায় ও সভাপতি বিশ্বজিৎ রায়।

মন্তব্য পড়ুন 0