default-image

কংগ্রেসউওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিওর প্রচারণা দল স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সমন্বয়ে ব্রঙ্কসের অনগ্রসর মানুষের পাশে দাঁড়িয়েছে। ৭ মার্চ ব্রঙ্কসে তাঁর প্রচারণা অফিস থেকে খাদ্য ও পোশাক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রচারণা দলের সঙ্গে অলাভজনক সংগঠন লাভিং দা ব্রঙ্কস এবং গিভিং ফ্রেন্ডস নামের সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিশুদের মধ্যে ৫০০টি কোট এবং স্থানীয় পরিবারগুলোর জন্য ২০০ ব্যাগ সবজি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

লাভিং ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা নিলকা ম্যার্টেল বলেন, মহামারির নজিরবিহীন নাজুক অবস্থার সময়ে কমিউনিটিতে নজিরবিহীন প্রয়াস অব্যাহত আছে। বিভিন্ন পার্কে খাদ্য বিতরণের কর্মসূচিকে পরিবর্তন করে এখন তৃণমূল সংগঠনের মাধ্যমে জনসমাজের জরুরি চাহিদাপূরণে উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কোভিড-১৯ মহামারির সময়ে স্থানীয় শত শত পরিবারের খাদ্য নিরাপত্তায় বিঘ্ন ঘটেছে। নিলকা ম্যার্টেল বলেন, তহবিল সংগ্রহ করার প্রয়াস হিসেবে লাভিং ব্রঙ্কসের কাছ থেকে ২১ হাজার ডলারসহ মিউচুয়াল এইড প্রোগ্রাম থেকে সাড়ে ১২ লাখ ডলার পাওয়া গেছে।

নিউইয়র্ক থেকে আরও পড়ুন
মন্তব্য করুন