ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন খান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কার্যকরী কমিটির পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। বছরব্যাপী অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও করোনার কারণে এখনো অনুষ্ঠান শুরুর তারিখ চূড়ান্ত করা হয়নি। তবে অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে একটি পাঁচ তারকা হোটেলের বলরুম, সম্মেলন কক্ষ এবং অতিথিদের থাকার রুম বুকিং দেওয়ার যাবতীয় আলোচনা সম্পন্ন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যায়ের সাবেক শিক্ষার্থীদের একটি ভার্চ্যুয়াল সভা আহ্বান করা হবে। সেখানে শতবর্ষ উদ্যাপন পরিষদ গঠন করে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।