default-image

নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এম এইচ মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বর ভার্চ্যুয়াল দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া। শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর এম এইচ মতিন ও এ বছর করোনায় মৃত্যু হওয়া সংগঠনের সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেনের স্ত্রী মৃত অন্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা এম এইচ মতিনের বঙ্গবন্ধুর আদর্শের প্রতি দৃঢ়বিশ্বাস, সততা ও নিষ্ঠার কথা উল্লেখ করেন।

গত বছরের ১২ নভেম্বর নিউইয়র্কের মাউন্ট সাইনাই হাসপাতালে মতিন ইন্তেকাল করেন। সভায় নেতৃবৃন্দ নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ উদ্‌যাপন নিয়েও বিস্তারিত আলাপ করেন।

আলোচনা সভায় আরও অংশ নেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ ও নুরুল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

মন্তব্য পড়ুন 0