default-image

কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সমাবেশ থেকে বক্তারা সব ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বকে আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আল্লামা জাকের আহসান। মাসুদ আসরারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এনামুল করিম হাবিব, তাসলিমা লিমা, আলী আব্বাস, আবরার আমজাদ, রোজিনা আক্তার ও ইসরাত জাহান।
সমাবেশে বক্তারা দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ইমানি অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত হিসেবে উল্লেখ করেন। বক্তারা বলেন, ইমাম হুসাইনের (রা.) অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত রয়েছে সত্য ও সব জিহাদ ও শাহাদাতের সম্মিলিত মর্ম। এ শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্ধি ছাড়া ইমান ও দ্বীন বোঝা সম্ভব নয়। কারবালার ঘটনা দয়াময় আল্লাহ ও তাঁর প্রিয়তম হাবীবের (সা.) প্রেমের পরম নিদর্শন।

বিজ্ঞাপন
মন্তব্য করুন