default-image

নিউইয়র্ক নগরের ওজোন পার্ক এলাকায় এম অ্যান্ড এন হোম কেয়ার এলএলসির শাখা উদ্বোধন হয়েছে। হোম কেয়ার সেবা খাতে সম্পূর্ণ ভিন্ন ও উন্নত মানের সেবার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটির এ শাখা গত ৩১ অক্টোবর উদ্বোধন করা হয়।

ওজোন পার্কের ৭৭-১৬, ১০১ অ্যাভিনিউয়ে গত ৩১ অক্টোবর বিকেলে অনাড়ম্বর আয়োজনে স্থানীয় সুধী সমাজের উপস্থিতিতে এম অ্যান্ড এন হোম কেয়ারের সিও সামিউল চৌধুরী শাখাটি উদ্বোধন করেন। এ সময় বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন চেজ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনি পটোয়ারী, ওজোন পার্ক শাখার অন্যতম কর্মকর্তা ইমতিয়াজ ইসলাম, সাইফ জামান উমেশ গিমরী, মরিয়ম আখতার, মো. গোলাম রহমান ও প্রতিষ্ঠানটির পরিচালক আলতাফ হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন লেখক ইশতিয়াক রূপু ও প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মো. মনজুরুল হক।

অনুষ্ঠানে সামিউল চৌধুরী বলেন, যারাই এম অ্যান্ড এন হোম কেয়ারের সেবা নেবেন, তাঁদের সব ধরনের সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানে প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0